তীব্র গরমে গরুকে অবশ্যই ইলেকট্রোলাইট দিন। শুধু গরু না হাঁস মুরগী, কোয়েল ,কবুতরকে ও ইলেকট্রোলাইট দিন। গরমে গরুর শরীর থেকে ইলেকট্রোড এর ইনব্যালেন্স হয়ে যায়।
ষাড় গরু,গাভী বা বাচ্ছা গুলো হাঁপাতে থাকে। প্রয়োজনীয় ইলেকট্রোলাইট এর অভাবে গরুর মৃত্যু পর্যন্ত হতে পারে। নিচের তৈরি ফরমুলেশন অনুসারে ইলেক্ট্রোলাইট খাওয়ালে গরুর হজমের কোন প্রকার সমস্যা থাকবে না।
“র “মেটেরিয়াল গুলো কিনে নিতে পারলে নিজেই খামারে বানাতে পারবেন।
উপাদান ও অনুপাতঃ
১। ১ কেজি খাবার লবন।
২। ৩০০ গ্রাম পটাশিয়াম ক্লোরাইড।
৩। ১ কেজি খাবার সোডা।
৪। ১০ কেজি গ্লুকোজ
সবগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে মিশিয়ে ফেলুন। এবার হাফ কাপ পরিমাণ বানানো ইলেকট্রোলাইট বা 135 গ্রাম পরিমাণ ইলেক্ট্রোলাইট দুই লিটার পানির সাথে মিশিয়ে গরুকে খাওয়ান।
লিখেছেনঃ Md Waliduzzaman Sarder
লেখা ভাল লাগলে অবশ্যই লেখাটি ফেসবুকে শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
<<< সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন >>>
আমার লেখাগুলো এবং ভিডিও এর নিয়মিত আপডেট পেতে আমার ফেসবুক পেজটি ও লাইক করতে পারেনঃ
<<< আমার ফেসবুক পেজ >>>
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।