আজ আমি আপনাদের বাছুরের প্রারম্ভিক খাদ্য বা কাফ স্টার্টার(Calf Starter) বানাবার প্রক্রিয়াটি জানিয়ে দিচ্ছি। বাছুরকে ১৪ দিন বয়স থেকে শুরু করে তিন মাস পর্যন্ত এই বিশেষ ভাবে তৈরিকৃত খাদ্যটি তাদের সরবরাহ করলে আপনাদের খামারের বাছুরটির দুধের চাহিদা কমে যাবে কিন্তু বেড়ে উঠবে স্বাভাবিকের চাইতেও বেশী!! নীচে কাফ স্টার্টারে বিভিন্ন উপাদানের মিশ্রণ তালিকাটি দেয়া হলো
১০ কেজি কাফ স্টার্টারের মিশ্রণ তালিকাঃ
- ভুট্টার দানা ভাংগা ২ কেজি।
- গমের ভুষি ৩.৫ কেজি।
- সয়াবিন মিল ২ কেজি।
- ছোলার ভুষি ১.৫ কেজি।
- মিল্ক পাউডার ৪০০ গ্রাম।
- ডিসিপি ৩০০ গ্রাম।
- জিংক পাউডার ১০০ গ্রাম।
- কডলিভার ওয়েল ১ আউন্স অথবা এডি৩ই পাউডার ১০০ গ্রাম।
- টক্সিন বাইন্ডার ১০০ গ্রাম।
আর যখন কাফ স্টার্টার বাছুরকে পরিবেশন করবেন তখন প্রতিটি বাছুরের খাদ্যে যদি ৩০/৪০ গ্রাম চিটাগুড় বা মোলাসেস মিশিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। ১০০ কেজি লাইভওয়েটের জন্য ১.২৫-১.৫ কেজি কাফ স্টার্টার এই হিসাবে বাছুরকে খেতে দিবেন।
লেখকঃ মুক্তি মাহমুদ
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।