অনেক সময়,বিশেষ করে যারা নতুন খামারী তারা গাভী ঠিক কখন বাচ্চা দিবে বা কখন প্রসব বেদনা উঠে এটা বুঝতে পারেন না। তাদের জন্য এই সংক্ষিপ্ত আলোচনাগর্ভবতী গাভীর প্রসব বেদনার লক্ষণগুলি হলো:
- ১। গাভী বারবার উঠা বসা করবে।
- ২। গাভীর মধ্যে একটা অস্থিরতা দেখা যাবে।
- ৩। গাভীর ওলান ফুলে উঠে আকার বাড়তে থাকে’ লেজের গোড়ার দুপাশে গর্তের মত আকার স্পষ্ট হবে।
- ৪। যোনীমুখ দিয়ে সাদা তরল আঠালো পদার্থ বের হতে দেখা যাবে।
- ৫। যোনীমুখ বড় হয়ে ঝুলে যাবে এবং নরম ও ফোলা ফোলা হয়ে যাবে।
- ৬। যোনী পথ দিয়ে পানির থলি বেরিয়ে আসবে।
- ৭। গাভীর যোনী পথ দিয়ে বাছুরের সামনের দুপা ও মুখ এক সঙ্গে বেরিয়ে আসবে।
এসব লক্ষণ গুলি দেখেই আমরা বুঝতে পারবো যে গাভীর বাছুর প্রসব করার সময় হয়েছে এবং এজন্য পরবর্তী প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
লেখকঃ মুক্তি মাহমুদ
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।