কোয়েলীর ডিম উৎপাদন আলোর উপর যথেষ্ট নির্ভরশীল৷ ৬ষ্ঠ সপ্তাহে ১৩ ঘন্টা আলোর ব্যবস্থা করতে হবে (দিনের আলোসহ) ৷ ৭ম,৮ম ও ৯ম সপ্তাহে প্রতি সপ্তাহে একঘন্টা হিসেবে বাড়িয়ে তা যথাক্রমে ১৪, ১৫ ও ১৬ ঘন্টায় বৃদ্ধি করতে হবে৷পর্যাপ্ত সংখ্যায় ডিম পেতে হলে কোয়েলীর ঘরে ৯ম সপ্তাহ থেকে দৈনিক ১৬ ঘন্টা আলোর ব্যবস্থা (দিনের আলোসহ) থাকতে হবে৷ উল্লেখ্য,একটি ৪০ ওয়াটের বাল্ব দিয়ে ১০.০ বর্গমিটার জায়গা আলোকিত করা যায়৷ সাদা বর্ণের আলোর তুলনায় লাল বর্ণের আলোয় কোয়েলের ডিম উৎপাদন বেশী বৃদ্ধি পায়৷তাই এনার্জি বাল্ব ব্যবহার না করে লাল আলোর বাল্ব ব্যবহার করা উচিত।
বয়স অনুযায়ী আলো দেয়ার পরিমানঃ
বয়স ( সপ্তাহ) | আলো (দিনের আলো সহ) |
১ম সপ্তাহ | ২৪ ঘণ্টা |
২য় সপ্তাহ | ২৪ ঘণ্টা |
৩য় সপ্তাহ | ১৬ ঘণ্টা |
৪র্থ সপ্তাহ | ১৫ ঘণ্টা |
৫ম সপ্তাহ | ১৪ ঘণ্টা |
৬ষ্ঠ সপ্তাহ | ১৩ ঘণ্টা |
৭ম সপ্তাহ | ১৪ ঘণ্টা |
৮ম সপ্তাহ | ১৫ ঘণ্টা |
৯ম সপ্তাহ | ১৬ ঘণ্টা |
বাকি সময় | ১৬ ঘণ্টা |
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।