আজকে প্রাকৃতিক উপাদান দিয়ে কিভাবে খুব সহজে গরু ছাগলের চামড়াতে বিভিন্ন ধরনের ঘাঁ বা ইনফেকশন এবং উপরিভাগের ক্ষত সমূহের চিকিৎসা করা যায় সেই সম্পর্কিত একটি ভেষজ চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করবো।
এই চিকিৎসা পদ্ধতিতে আমরা একটি ভেষজ মলম বা পেস্ট তৈরী করবো যাতে শুধু মাত্র ৩ টি উপাদান ব্যাবহার করা হবে।
গবাদিপশুর ঘা বা ক্ষত নিরাময়ে ভেষজ চিকিৎসা
উপাদান গুলির নাম এবং পরিমাণ নীচে উল্লেখ করা হল
১। এলোভেরার পাতার ভিতরের জেলী জাতীয় পদার্থ ১৫০ গ্রাম।
২। কর্পূর (ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট সাদা ক্ষুদ্র দানাদার পাউডার) ২০গ্রাম।
৩। নিম পাতার চূর্ণ ৩০গ্রাম।
প্রস্তুত প্রণালীঃ
উপরে উল্লেখিত সমস্ত উপাদান একসাথে ভালো করে মিশিয়ে একটা মলম বা পেস্ট তৈরী করতে হবে।
ব্যবহারবিধি :
প্রথমে ক্ষত বা ঘাঁয়ে আক্রান্ত ভালো করে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিবেন। তারপর তৈরিকৃত মলমটি দিনে ৩/৪ করে আক্রান্ত জায়গায় লাগাবেন। ৫/৭ দিন লাগান, ইনশাআল্লাহ নিরাময় হবে
- গরুর খামারে মশা মাছি দূর করার উপায়
- গরু ছাগলের জন্য হজমি পাউডার নিজেই বানিয়ে ফেলুন
- প্রাণি চিকিৎসায় হারবাল ঔষধ হিসেবে হলুদের অনন্য ব্যবহার
- গরুর খামারে রোগ নিরাময়ে তুলসী পাতার ব্যবহার
- গবাদিপশুর ঘা বা ক্ষত নিরাময়ে ভেষজ চিকিৎসা
- গরু ও বাছুরের ডায়রিয়া বা উদারাময়ের ভেষজ চিকিৎসা
এলোভেরা,নিম হচ্ছে এন্টি মাইক্রোবায়াল গুন সম্বৃদ্ধ, তাছারা এলোভেরা এবং কর্পূর ত্বকের কোষ পুনঃগঠনে সহায়তা করে। কর্পূরের কারণে মাছিও বসতে পারে না ঘাঁ বা ক্ষততে, যার ফলে ব্যাক্টেরিয়ার সংক্রমণ হয় না।
মলমটি খুবই কার্যকরী এবং সাশ্রয়ী। ওলানের উপরিভাগের ঘাঁতেও নির্দ্বিধায় ব্যাবহার করতে পারেন।
মলম বা পেস্ট টি একটি কৌটায় ভরে রেফ্রিজারেটর অথবা ঠান্ডা জায়গায় সংরক্ষণ করবেন।
লেখার উৎসঃ মুক্তি মাহমুদ
ইউটিউবে আমরাঃ >>>সাবস্ক্রাইব করুন<<<
ফেসবুকে আমরাঃ >>>লাইক করুন<<<
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।