গরুর জন্য সহজেই বানিয়ে নিন হজমি পাউডার! আপনার অর্থ সাশ্রয় হবে অনেক!!
আজকে খামারী ভাইদের সুবিধার্থে, গরুর ক্ষুধামান্দ্য রোগে বা হজমের সমস্যায় আমরা বাজারে যেসব হজমে সহায়ক পাউডার গুলি স্যাচেটে পাওয়া যায় সেটা কিভাবে সহজেই বানিয়ে নিতে পারি ঘরে বসে তা নিয়ে আলোচনা করবো! এটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরী যার ফলে পার্শ্ব-প্রতিক্রিয়া তো হবেই না বরঞ্চ গরুর জন্য এটা অনেক উপকারী!
এই হজমি পাউডার তৈরী করতে আমরা কিছু আদা নিবো।
★ প্রথমে,৩ কেজি আদা নিবো আমরা। সেটাকে ফালি ফালি করে রোদে শুঁকিয়ে ১ কেজি করবো। এবার এই শুঁকনো আদার ফালি গুলিকে কিচেন ব্লেন্ডার দিয়ে ভালো করে গুঁড়া করে নিবো।
★ এর পর এর সাথে ৪০০ গ্রাম বিট লবণের গুঁড়া মিশিয়ে নিবো ভালো করে মিশিয়ে নিবো।
★ সবশেষে একটা কাঁচের জারে এই শুঁকনো আদা এবং বিট লবণের মিশ্রণকে সংরক্ষণ করবো। মনে রাখবেন এটা যে স্থানে সংরক্ষণ করবেন সেই জায়গাটি যাতে আলোযুক্ত,আদ্রতা মুক্ত এবং শুষ্ক থাকে!
এবার আসুন এটা কতটুকু দিবেন একটা গরুকে এবং কিভাবে সেটা গরুকে খাওয়াবেন।
- বড় আকারের গরুকে ২০ গ্রাম পাউডার ১৫০ মিঃলিঃ পানিতে মিশিয়ে খাওয়াবেন বোতলের মাধ্যমে দিনে দুইবার। দুই দিন।
- মাঝারি আকারের গরুকে ১৫ গ্রাম পাউডার ১৫০ মিঃলিঃ পানিতে মিশিয়ে খাওয়াবেন বোতলের মাধ্যমে দিনে দুইবার দুই দিন। দুই বার।
- ছোট আকারের গরুকে ১০ গ্রাম পাউডার ১০০ মিঃলিঃ পানিতে মিশিয়ে খাওয়াবেন বোতলের মাধ্যমে দিনে দুইবার। দুই দিন।
উপকারীতাঃ ক্ষুধামান্দ্য দূর করে,রুচি বাড়ায়, এসিডোসিস নিরাময়ে সাহায্য করে, পেট ফাঁপা কমায়,হজম শক্তি বাড়া
ক্রেডিটঃঃ মুক্তি মাহমুদ ভাই
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।