গরু ছাগলের টিকা প্রদান কর্মসূচি / গরু ছাগলের ভ্যাকসিনেশন শিডিউলঃঃ
টিকার নাম | প্রাণির নাম | টিকা প্রয়োগে মাত্রা ও সময় | সরবরাহ | কার্যকাল |
---|---|---|---|---|
তড়কা টিকা (Anthrax) | গরু, মহিষ, ছাগল, ভেড়া | ২ বৎসর বা তদূর্ধ বয়সের গরু/মহিষকে ১ মিলি এবং ছাগল/ভেড়াকে ০.৫ মিলি চামড়ার নীচে প্রয়োগ করতে হয়। | ১০০ মিলি | ১ বছর |
ক্ষুরা রোগ টিকা (মনো-ভ্যালেন্ট টিকা ) | গরু, মহিষ, ছাগল, ভেড়া | ৬ মাস বয়সের গরু/মহিষকে ৩ মিলি এবং ৩ মাস বয়সের ছাগল ও ভেড়াকে ১.৫ মিলি চামড়ার নীচে প্রয়োগ করতে হয়। | ৯৬ মিলি | ৪-৬ মাস |
ক্ষূরা রোগ টিকা (বাই-ভ্যালেন্ট টিকা ) | গরু, মহিষ, ছাগল, ভেড়া | ৬ মাস বয়সের গরু/মহিষকে ৬ মিলি এবং ৩ মাস বয়সের ছাগল ও ভেড়াকে ২ মিলি চামড়ার নীচে প্রয়োগ করতে হয়। | ৯৬ মিলি | ৪ মাস |
ক্ষূরা রোগ টিকা (ট্রাই-ভ্যালেন্ট টিকা ) | গরু, মহিষ, ছাগল, ভেড়া | ৩ মাস বয়সের গরু/মহিষকে ৬ মিলি এবং ৩ মাস বয়সের ছাগল ও ভেড়াকে ২ মিলি চামড়ার নীচে প্রয়োগ করতে হয়। | ৯৬ মিলি | ৪ মাস |
বাদলা টিকা (BQ) | গরু, মহিষ, ছাগল, ভেড়া | ৩ মাস বয়স থেকে ৩ বছর বয়সী গরু/মহিষ ৫ মিলি এবং ছাগল/ভেড়াকে ২ মিলি চামড়ার নীচে প্রয়োগ প্রতি বছরে ১ বার প্রয়োগ করতে হয়। | ১০০ মিলি | ৬ মাস |
পি.পি. আর টিকা(PPR) | ছাগল, ভেড়া | ৪ মাস বা তদূর্ধ বয়সের ছাগল/ভেড়াকে ১ মিলি বছরে ১ বার চামড়ার নীচে প্রয়োগ করতে হয়। | ১০০ মিলি | ১ বছর |
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।