গরু মোটাতাজাকরণের জন্য গরুকে দৈহিক ওজন অনুযায়ী প্রতিদিন বিভিন্ন ধরনের খাদ্য প্রদানের লিস্টঃ
গরুর ওজন | ইউরিয়া মোলাসেস স্ট্র/ প্রক্রিয়াজাত খড়/শুধু খড় | সুষম দানাদার খাদ্য | সবুজ ঘাস |
১০০ কেজির কম | ২ কেজি | ২.৫ – ৩ কেজি | ৪ – ৫ কেজি |
১০০-১৫০ কেজি | ৩ কেজি | ৩ – ৩.৫ কেজি | ৭ – ৮ কেজি |
১৫০-২০০ কেজি এবং এর বেশি ওজনের গরু | ৪ কেজি | ৪ – ৪.৫ কেজি | ৮ – ১২ কেজি |
বিঃদ্রঃ গরুকে শুধু খড় খাওয়ালে সাথে মোলাসেস ব্লক দেও্যা প্রয়োজন। সেক্ষেত্রে ১০০ কেজি দৈহিক ওজনের গরুকে ২০০ গ্রাম ইউরিয়া মোলাসেস ব্লক, ১০০-১৫০ কেজি ওজনের জন্য ২৫০ গ্রাম ইউরিয়া মোলাসেস ব্লক এবং ১৫০-২০০ কেজি কেজি ওজনের জন্য ৩০০-৪০০ গ্রাম ইউরিয়া মোলাসেস ব্লক প্রতিদিন দিতে হবে।
প্রতিদিন উপরোক্ত বরাদ্দকৃত খাদ্য দেয়ার নিয়মঃ
- দানাদার খাদ্য সমান ২ ভাগে ভাগ করে ১ ভাগ সকালে আর আরেক ভাগ বিকালে দিতে হবে।
- বাকি অবসর সময়ে গরুকে কাঁচা ঘাস এবং ইউরিয়া মোলাসেস স্ট্র অথবা শুধু খড় দিতে হবে।
ফার্মিং বিষয়ক ও গরু মোটাতাজাকরণ সম্পর্কিত আরো জানতে নিচের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুনঃ
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।