ছাগলের মাচা বা বাসস্থান ছন, গোল পাতা, খড়, টিন বা ইটের তৈরি হতে পারে। তবে ঘরের ভিতর বাঁশ বা কাঠের মাচাঁ তৈরি করে তার উপর ছাগল রাখতে হবে।
মাচাঁর উচ্চতা 1.0 মিটার {3.50 ফুট}
মাচাঁ থেকে ছাদের উচ্চতা 1.8-2.4 মিটার (6-7.50) ফুট হবে।
গোবর বা চনা পড়ার সুবিধার্থে বাঁশের চটা বা কাঠকে 1 সেঃ মিঃ ফাঁকা রাখতে হবে।
মাচাঁর নিচ থেকে সহজে গোবর ও চনা সরানোর জন্য ঘরের মেঝে মাঝ বরাবর উঁচু করে দুই পার্শ্বে ঢালু (2%) রাখতে হবে।
মেঝে মাটি হলে সেখানে পর্যাপ্ত বালি মাটি দিতে হবে। ছাগলের ঘরের দেয়াল, মাচাঁর নিচে অংশ ফাঁকা এবং মাচাঁর উপরের অংশ “এম, এম, ফ্লাক্সিবল” নেট হতে পারে।
বৃষ্টি যেন সরাসরি না ঢুকে সে জন্য ছাগলের ঘরের চালা 1.0-1.5মিঃ (3.50-4 ফুট) ঝুলিয়ে দেয়া প্রয়োজন।
শীতকালে রাতের বেলায় মাচাঁর উপর দেয়ালকে চট দিয়ে ঢেকে দিতে হবে।
শীতের সময় মাচাঁর উপর 9-11 সেঃ মিঃ {3-4} ইঞ্চি পুরু খড়ের বেডিং বিছিয়ে দিতে হবে।
ডা: মোঃ শাহিন মিয়া
ভেটেরিনারি সার্জন
বিসিএস প্রাণিসম্পদ
চৌদ্দগ্রাম কুমিিল্লা
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।