ছবি দুটো নেত্রকোনার বারহাট্টা উপজেলার। প্রথম ছবিটি বন্যা কবলিত ধানের মাঠের। সব ধান গাছই এ ছবিতে পানির নিচে। কেবল একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে। পরের ছবিটি একই মাঠের ছবি। প্রায় আটদিন পর বন্যার পানি নেমে যাওয়ার পর ছবিটি তোলা হয়েছে। টানা আটদিন পানিতে ডুবে থাকার পরও জমির ধানগাছগুলো কিন্তু নষ্ট হয়নি। এটি ব্রি উদ্ভাাবিত ব্রি ধান ৫২ জাতের ধানগাছ।
ব্রির তথ্য মতে বীজতলা বা চারা লাগানোর এক সপ্তাহ পর ১২-১৪ দিন এ জাতটি পানির নিচে ডুবে থাকলে চারা মরে না, ফলে ফসল নষ্ট হয় না। যে কৃষক এ ধানটি চাষ করেছেন তিনি শুরুতে এ ধান যে বন্যার পানির নিচে কয়েকদিন বেঁচে থাকতে পারে তা বিশ্বাস করেননি। এখন দেখে বলছেন এমন ধানই তার এলাকায় দরকার। ছবি দুটো তুলেছেন বারহাট্টার উপজেলার কৃষি অফিসার মোহাইমিনুর রশীদ এবং কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ওবায়দুল ইসলাম খান। Muhaiminur Rashid
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।