বিভিন্ন বয়সী তিতির মুরগির দানাদার খাদ্য প্রস্তুতকরণঃ
খাদ্য উৎপাদন (%) | বয়স (সপ্তাহ) | ||
---|---|---|---|
স্টার্টার (০-৪) | গ্রোয়ার (৫-২০) | ২১-পরবর্তী সময় | |
গমচূর্ণ | ২৯.০০ | ৩০.০০ | ২৮.০০ |
ভূট্টা চূর্ণ | ১৮.০০ | ২৪.০০ | ১৮.০০ |
চাউলের কুঁড়া | ১৪.০০ | ১৯.০০ | ১৫.০০ |
তিলের খৈল | ৯.০০ | ৭.০০ | ৮.০০ |
ফিস মিল | ১৭.০০ | ১০.০০ | ১৫.০০ |
নারিকেলের খৈল | ১১.০০ | ৮.০০ | ১১.০০ |
ঝিনুক চূর্ণ | ১.০০ | ১.০০ | ৪.০০ |
সাধারণ লবণ | ০.৬০ | ০.৬০ | ০.৬০ |
ভিটামিন-মিনের্যালস | ০.৪০ | ০.৪০ | ০.৪০ |
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।