দেশি মুরগির আদর্শ খাদ্য তালিকাঃ
প্রিয় খামারি ভাইয়েরা,অনেকেই জানতে চান কিভাবে দেশি মুরগির জন্য আদর্শ সুষম খাদ্য তৈরি করব?
আমার আজকের লেখা তাদের জন্যই।
সাধারনত মাংসের জন্য পালিত দেশি মুরগিকে স্টার্টার ফিড এবং গ্রোয়ার ফিড দেয়া হয় এবং ডিমপাড়া মুরগিকে লেয়ার ফিড দেয়া হয়।
আজকের এই পর্বে আমি আপনাদের জানাব কিভাবে দেশি মুরগির জন্য আপনার হাতের কাছেই প্রাপ্য খাদ্য উপাদান দিয়ে আদর্শ সুষম খাদ্য বানানো যায়?
১ম পর্বে আমি আপনাদের জানাব দেশি মুরগির স্টার্টার খাদ্য কি কি উপাদান ,কি কি পরিমানে লাগবে?
আমরা এখানে ১০০ কেজি স্টার্টার খাদ্য তৈরির রেশন ফর্মূলেশন করবঃ
খাদ্য উপাদানের নাম | পরিমাণ (কেজি) |
ভুট্টা ভাঙ্গা | ৫৫ কেজি |
চালের কুড়া | ৭.৫ কেজি |
সয়াবিন | ৩০ কেজি |
গমের ভুষি | ৫ কেজি |
ডিসিপি | ১.৫ কেজি |
ভিটামিন-মিনারেল প্রিমিক্স | ৫০০ গ্রাম |
খাবার লবন | ৫০০ গ্রাম |
মোট পরিমাণঃ | ১০০ কেজি |
তথ্যসূত্রঃ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান।
উপরোক্ত উপাদানের সমন্বয়ে খাদ্য তৈরি করলে এর পুষ্টিমান হবে নিম্নরূপঃ
প্রোটিনঃ ২১.৩৭৫%
বিপাকীয় শক্তিঃ ২৫৬৯ কিলো ক্যালরী
এবং এইসকল উপাদানে খাদ্য খরচ হবে আনুমানিক ৩০ টাকা প্রতি কেজি। তবে পরিমাণ এবং বাজার দর তারতম্যের কারনে অথবা স্থান ভেদে এই মূল্য কম বা বেশি হতে পারে।
সকল খামারি ভাইদের সুস্বাস্থ্য কামনায়ঃ
ডাঃ শ্রাবণ হাসান সজল
টেকনিক্যাল সার্ভিস অফিসার,
লাকী ফিড লিমিটেড,গাজীপুর।
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।
ডিসিপি কি??
আর, ভিটামিন মিনারেল প্রিমিক্স কোথায় পাব?