দেশি মুরগির টিকাদান কর্মসূচিঃ
Vaccination Schedules of Indegenous chicken
দেশি মুরগি থেকে পর্যাপ্ত উৎপাদন পেতে মুরগিকে রোগ মুক্ত রাখা খুব জরুরি।
তাই খামারে নিয়ম অনুযায়ী সঠিকভাবে ভ্যাকসিনেশন করতে হবে।
বিশেষ করে রাণীক্ষেত, গামবোরো এবং ফাউল পক্স, ফাউল কলেরা রোগের টিকা প্রদান করতে হবে।
আসুন জেনে নিই কিভাবে এবং কত দিন বয়সে দেশি মুরগিকে কি কি রোগের টিকা vaccine দিতে হবে।
বয়স (দিন) | রোগের নাম | টিকার নাম | টিকার ধরন | প্রয়োগ পদ্ধতি |
৩-৫ | রাণীক্ষেত | BCRDV | লাইভ | ১ চোখে ১ ফোটা করে দিতে হবে। |
১১ | গামবোরো | গামবোরো | লাইভ | ১ চোখে ১ ফোটা বা খাবার পানিতে মিশিয়ে |
১৮ | গামবোরো | গামবোরো | লাইভ | ১ চোখে ১ ফোটা বা খাবার পানিতে মিশিয়ে |
২৪-২৫ | রাণীক্ষেত | BCRDV | লাইভ | ১ চোখে ১ ফোটা করে দিতে হবে। |
৩৫ | ফাউল পক্স | ফাউল পক্স ভ্যাকসিন | লাইভ | পাখির ডানায় বিশেষ ধরনের সূচ ফুটিয়ে দিতে হয়। |
৫০ | কৃমি | কৃমির ওষুধ | — | খাবার পানিতে মিশিয়ে দিতে হবে। |
৬০ | রাণীক্ষেত | RDV | লাইভ | ১ সি.সি করে রানের মাংসে দিতে হবে। |
৭০-৭৫ | ফাউল কলেরা | ফাউল কলেরা ভ্যাকসিন | কিল্ড | ০.৫ সি.সি করে ঘাড়ের চামড়ার নিচে/রানের মাংসে দিতে হবে। |
৮০-৮৫ | ফাউল পক্স | ফাউল পক্স ভ্যাকসিন | লাইভ | পাখির ডানায় বিশেষ ধরনের সূচ ফুটিয়ে দিতে হয়। |
১১০-১১৫ | ফাউল কলেরা | ফাউল কলেরা ভ্যাকসিন | কিল্ড | ০.৫ সি.সি করে ঘাড়ের চামড়ার নিচে/রানের মাংসে দিতে হবে। |
১২৫ | কৃমি | কৃমির ওষুধ | — | খাবার পানিতে মিশিয়ে দিতে হবে। |
এই শিডিউল টা দেশি মুরগির লেয়ার বা প্যারেন্টস এর জন্য। আর আপনি যদি দেশি মুরগি শুধুমাত্র মাংসের জন্য করতে চান ।মানে ২-৩ মাস রাখতে চান তাহলে উপরোক্ত সিডিউল অনুয়ায়ী শুধুমাত্র রানীক্ষেত,গামবোরো এবং ফাউল পক্স টিকা দিলেই হবে।
সকল খামারি ভাইদের সুস্বাস্থ্য কামনায়ঃ
ডাঃ শ্রাবণ হাসান সজল
টেকনিক্যাল সার্ভিস অফিসার,লাকী ফিড লিমিটেড,গাজীপুর।
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।
ফাউল পক্সের টিকা কোথায় পাবো বললে উপকৃত হব।
তাছাড়া গাম্বোরো ভ্যকসিন বাজারে যেটা পাওয়া যায় সেটা দিলে হবে কিনা জানতে চাই।
ইতি
সাংবাদিক প্রশান্ত সুভাষ চন্দ
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
০১৭১০০৮৮৮০৭
আপনার নাম্বারটা দিন
upozila poshu hospital a contact korun
aie somosto post pele amora khub upokrito hoi. post korar jonnow thanks
Ashel murgi chas poddoti janale upokrito hotam.
আস্ সালামু আআলাইকুম, ভাই আমার মাত্র ৫৫ টি দেশি মুরগির বাচ্চা গামবুরো টিকা হয় ১০০০ মাত্রা।তাহলে আমি কি এই টিকা টি ফ্রিজে রেখে ২বার ব্যবহার করতে পারব?