ছাগলের ওজন নির্ণয় প্রিয় ছাগল খামারি বন্ধুরা, আমরা কেন খামারের ছাগলের ওজন নির্ণয় করব ? আপনারা জানেন যে, ছাগল এবং গরুকে যেকোনো ঔষধ দিতে হয় তার বডি ওয়েট বা ওজন অনুযায়ী। যেমন ধরুন আপনি আপনার ছাগলকে কৃমির ঔষধ দিতে চাচ্ছেন। অথবা ছাগলে ভিটামিন বা ক্যালসিয়াম ঔষধ দিতে চাচ্ছেন। এখন কত টুকু ঔষধ দিতে হবে তা কিন্তু নির্ভর করবে সেই ছাগলের ওজনের উপরে। আপনি যদি আন্দাজে ওজন না জেনে প্রয়োজনের তুলনায় কম ঔষধ দেন তাহলে তা ঐ ছাগলে শরীরে কোন কাজ করবে না। আবার আপনি যদি প্রয়োজনের তুলনায় বেশি ঔষধ দেন তাহলে তা ঐ ছাগলে শরীরে নানাবিধ ক্ষতি করবে; এমন কি ছাগল মারা ও যেতে পারে। তাই খামারি বন্ধুরা, নিয়মিত ছাগলের ওজন পরিমাপ করা খুবই জরুরি। ফিতা দিয়ে ছাগলের ওজন নির্ণয় করা খুবই সহজ একটি পদ্ধতি। আজ আমরা চিত্রসহ ছাগলের ওজন নির্ণয় শিখব।
ফিতার সাহায্যে ছাগলের ওজন নির্ণয় পদ্ধতিঃ
ছাগলের ওজন নির্ণয় করতে যা যা লাগবেঃ
- একটি দর্জির দোকানের / পরিমাপ করার ফিতা
- ক্যালকুলেটর / মোবাইলের ক্যালকুলেটর হলেও হবে।
- একটি রেকর্ড সিট / খাতা (যে খাতায় ছাগলের নিয়মিত ওজন লিখে রাখবেন)
- এবং একটি কলম
প্যারামিটার / যা মাপতে হবেঃ
- ছাগলের বুকের বেড়
- ছাগলের শরীরের দৈর্ঘ্য
- সকল পরিমাপ ইঞ্চিতে হিসাব করতে হবে।
ওজন নির্ণয় করার পদ্ধতিঃ
- মনে রাখবেন, ছাগলের ওজন পরিমাপ করতে হবে খালি পেটে। প্রথমে ছাগলকে শান্তভাবে একজন স্থির করে সোজা লম্বা করে ধরে রাখতে হবে।
- অপরজন ফিতার সাহায্যে ছবির মত করে ছাগলের বুকের বেডের মাপ নিবেন ইঞ্চিতে। ঠিক যেমন টা আমরা কোমড়ের মাপ নিই। এবং তা খাতায় লিখে রাখবেন।
- এবার ছবির মত করেই ছাগলের দৈর্ঘ্যের মাপ নিতে হবে ইঞ্চিতে। এক্ষেত্রে ছাগলের সামনের পায়ের উচু হার থেকে পশ্চাৎদেশ পর্যন্ত লম্বা মাপ নিতে হবে ছবির মত করে এবং এটাও খাতাই লিখে রাখবেন।
- এখন ছাগলটি ছেড়ে দিতে পারেন। তাকে বেধে রাখে আর কাজ নেই।
- এবার ক্যালকুলেটর বা মোবাইলের ক্যালকুলেটর বের করুন আর নিচের সূত্র অনুযায়ী প্রথমে বুকের বেড় X বুকের বেড় X দৈর্ঘ্য গুণ করুন এবং সেই গুণফলকে ৬৬০ দিয়ে ভাগ করুন। তাহলে যে ভাগফল আসবে সেটাই হবে কেজিতে আপনার ছাগলের আনুমানিক ওজন।
ছাগলের ওজন মাপার সূত্রঃ
ছাগলের ওজন = ( বুকের বেড় X বুকের বেড় X দৈর্ঘ্য ) / ৬৬০ কেজি
- কবুতর, মুরগি, গরু, ছাগল ও কোয়েল পাখির যত্নে ওজিংক প্লাস-১৮
- দুধের রাণী খ্যাত উন্নত জাতের অ্যালপাইন ছাগল পালনের বিস্তারিত তথ্য
- টোগেনবার্গ ছাগল পালনের বিস্তারিত তথ্য
- গরু ছাগলের জন্য হজমি পাউডার নিজেই বানিয়ে ফেলুন
- এই শীতে খামারিদের চরম বন্ধু সিরামিক এবং ইনফ্রারেড হিট বাল্ব
উদাহরনঃ
ধরুন আপনার ছাগলের বুকের বেড়ের মাপ পেলেন ২৩ ইঞ্চি। আর ছাগলের দৈর্ঘ্য পেলেন ২১ ইঞ্চি। এবার আসুন ক্যালকুলেটরে হিসাব করি।
ছাগলের ওজন =( ২৩ X ২৩ X ২১ ) / ৬৬০ = ১৬.৮৩ কেজি।
তাহলে আমরা আপনার ছাগলের আনুমানিক ওজন পেলাম ১৬.৮৩ কেজি।
ছাগল পালন সম্পর্কে আর জানতে আমার ফেসবুক পেজে লাইক দিন। এবং ইউটিউবে ফার্মিং পরামর্শ্মুলক ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।
আমার ফেসবুক পেজঃ >>> লাইক করুন <<<
আমার ইউটিউব চ্যানেলঃ >>> সাবস্ক্রাইব করুন <<<
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।