বর্ষাকালীন সতর্কতাঃ-
সাধারণত বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায় ।তাই আপনার গরুর নিরাপত্তার স্বার্থে খামারের চারপাশের ঝোপঝাড় কেটে পরিস্কার পরিচ্ছন্ন রাখুন এতে অযাচিত দূর্ঘটনা এড়ানো সম্ভব।
তাছাড়া নিন্মে ২ টির যেকোন একটি পন্থা অবলম্বন করলে সাপের দংশন এড়ানো সম্ভব।
১) আপনার শেডের চারপাশের ৩ ফুট দুরত্বে প্রস্থ -১ ফুট, গভীর-১ ফুট করে “এন্টি স্ন্যাক ড্রেন” তৈরি করুন।
২)শেডের প্রবেশ দ্বারের এক পাশে এবং শেডের চার কোনায় “কার্বোলিক এসিড” মাটিতে পুতে রাখুন (এক্ষেত্রে বোতলের মুখ মাটির উপরে থাকবে)
অথবা লাইফবয় সাবান চার টুকরো করে শেডের চারপাশে মাটি ফেলে রাখুন।
নোটঃ- ২ টি পদ্বতির যেকোন ১ টি পন্থা অবলম্বন করলে হবে।
কালেক্টেড
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।