প্রিয় বায়োফ্লক উদ্যোক্তাগণ, বায়ফ্লোক পদ্ধতিতে মাছ চাষে বিশ্বের অন্যতম সাড়া জাগানো লাগসই মাছ চাষ প্রযুক্তি। এই পদ্ধতিতে মাছ চাষে পিছিয়ে নেই মাছে-ভাতে খ্যাত বাংলাদেশী উদ্যোক্তারা।
অনেকেই ঝুঁকছেন মাছ চাষের এই নতুন প্রযুক্তির দিকে। মূলত স্বল্প জায়গায় পুকুর ছাড়াই অল্প খরচে অধিক মাছ উৎপাদনই হচ্ছে এই বায়োফ্লক প্রযুক্তির মুল উদ্দেশ্য।
তাই শুরুতেই নতুন উদ্যোক্তারা যে সমস্যার সম্মুখীন হয়ে থাকে ,তা হল বায়ফ্লোক ট্যাংক সেটআপ করতে কি কি যন্ত্রপাতি লাগবে? কি পরিমাণে ইনভেস্টমেন্ট দরকার এই ব্যবসা করতে ? এটা না জানা। তাই যারা নতুন উদ্যোক্তা হিসেবে বায়োফ্লক পদ্ধতিতে মাছ করবেন বলে ভাবছেন। আজ তাদের জন্য ১০ হাজার লিটারের বায়োফ্লক ট্যাংক করতে কি পরিমাণ টাকা লাগে সেই হিসাব টা দেখাচ্ছি।
১০ হাজার লিটারের বায়োফ্লক ট্যাংক তৈরির খরচঃ
ক্রমিক নং | খরচের বিবরণ | টাকার পরিমাণ |
০১ | লোহার রড (৮ মিমি) ৭০ কেজি X ৬০ টাকা প্রতিকেজি | ৪,২০০/- |
০২ | তারপোলিন-১২ ফিট ডায়ামিটার (৬০০ জিএসএম, কোরিয়ান) | ১০,০০০/- |
০৩ | এয়ার পাম্প/অক্সিজেন পাম্প – ( MODEL ACO 008 ) | ৮,০০০/ |
০৪ | এয়ার স্টোন (ন্যানো – বড় সাইজ ১২ পিচ) X ১৩০ টাকা প্রতিপিচ | ১,৫৬০/- |
০৫ | সিলিকন ইলাস্টিক পাইপ – ১৫০ ফিট X ২ টাকা প্রতিফিট | ৩০০/- |
০৬ | পিভিসি পাইপ (২ ইঞ্চি সাইজ)- ২০ ফিট X ২৫ টাকা প্রতিফিট | ৫০০/- |
০৭ | পিভিসি এলবো – ২ পিচ X ৩০ টাকা প্রতিপিচ | ৬০/- |
০৮ | পিভিসি গ্লু / আঠা – ১ পিচ | ৭০/- |
০৯ | ইনসুলেটর – ১৫০ বর্গফুট X ৬ টাকা প্রতি বর্গফুট | ৯০০/- |
১০ | লোহার ফ্রেম তৈরির মুজুরি খরচ | ২,৫০০/ |
সর্ব মোট খরচ হবে = | ২৮,০৯০/- টাকা |
বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের বিভিন্ন ভিডিও তথ্যচিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন
আমাদের ইউটিউব চ্যানেল >>> এখানে ক্লিক করুন <<<
হাতে কলমে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের প্রশিক্ষণ বা ট্রেনিং নিতে যোগাযোগ করুনঃ
জে.এস এগ্রো ফার্ম, খিলক্ষেত, ঢাকা
মোবাইলঃ 01775662647
https://facebook.com/vetshopbd/
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।