যারা বায়োফ্লক মাছ চাষের উপরে হাতে-কলমে প্রশিক্ষণ নিতে চান এবং সত্যিকার অর্থেই বায়োফ্লক মাছ চাষে আগ্রহী কেবলমাত্র তারাই আমাদের আথে যোগাযোগ করবেন। আমাদের রয়েছে নিজস্ব মডিফাইড প্রযুক্তি। রয়েছে রানিং ট্যাংক যেখানে চাষ হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। আলরেডী আমরা মাছ হারভেস্ট করেছি এবং নিজের চোখেই আমাদের সাফল্য দেখতে পারবেন। আমরা শুধুমাত্র এসি রুমে বসে প্রশিক্ষণ দেয়ার পক্ষে না। আমরা বিশ্বাস করি, ধান চাষ করতে হলে ক্ষেতে নেমেই চারা রোপন করতে হয়। ৬ তলার উপরে এসি কনফারেন্স রুমে বসে কখনো ধান চাষ শেখা সম্ভব নয়। এজন্যই আমরা উদ্যোগ নিয়েছি, সম্পূর্ন হাতে-কলমে প্রশিক্ষণের দিনেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ টূ জেড একটা ট্যাংকি সেট আপ করে দেখানো। এছাড়া ও বায়োফ্লকের সকল খুঁটিনাটি বিষয় হাতে-কলমে দেখানো হবে। এবং প্রশিক্ষণ শেষে সকল ধরনের কারিগরি সহযোগিতা করা হবে।
প্রশিক্ষণের স্থানঃ ডুমনি বাজার,পূর্বাচল রোড,খিলক্ষেত,ঢাকা। প্রশিক্ষণ নিতে যোগাযোগ করুনঃ 01775-662647
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।