ব্রয়লার মুরগির টিকাদান কর্মসূচিঃ
Vaccination Schedules of Broiler Farm:
ব্রয়লার মুরগি থেকে পর্যাপ্ত উৎপাদন পেতে মুরগিকে রোগ মুক্ত রাখা খুব জরুরি।
তাই খামারে নিয়ম অনুযায়ী সঠিকভাবে ভ্যাকসিনেশন করতে হবে।
বিশেষ করে রাণীক্ষেত, গামবোরো এবং ইনফেকশাস ব্রংকাইটিস রোগের টিকা প্রদান করতে হবে।
আসুন জেনে নিই কিভাবে এবং কত দিন বয়সে ব্রয়লার মুরগিকে কি কি রোগের টিকা vaccine দিতে হবে।
বয়স | ভ্যাকসিন | ধরন | প্রয়োগ পদ্ধতি |
৩-৫ দিন | রাণীক্ষেত+ইনফেকশাস ব্রংকাইটিস | লাইভ ভ্যাকসিন | চোখে ফোঁটায়/খাবার পানিতে মিশিয়ে |
১১-১২ দিন | গামবোরো | লাইভ ভ্যাকসিন | চোখে ফোঁটায়/খাবার পানিতে মিশিয়ে |
১৭-১৮ দিন | গামবোরো (ইন্টারমিডিয়েট প্লাস/বুস্টার ডোজ) | লাইভ ভ্যাকসিন | চোখে ফোঁটায়/খাবার পানিতে মিশিয়ে |
২২-২৩ দিন | রাণীক্ষেত (বুস্টার ডোজ) | লাইভ ভ্যাকসিন | চোখে ফোঁটায়/খাবার পানিতে মিশিয়ে |
★বয়সঃ ৩-৫ দিন
ভ্যাকসিনঃ রাণীক্ষেত+ইনফেকশাস ব্রংকাইটিস
ধরনঃ লাইভ ভ্যাকসিন/ live vaccine
প্রয়োগঃ চোখে ফোঁটায়/খাবার পানিতে মিশিয়ে
★বয়সঃ ১১-১২ দিন
ভ্যাক্সিনঃ গামবোরো
ধরনঃ লাইভ ভ্যাকসিন /
প্রয়োগঃ চোখে ফোঁটায়/খাবার পানিতে মিশিয়ে
★বয়সঃ ১৭-১৮ দিন
ভ্যাকসিনঃ গামবোরো (ইন্টারমিডিয়েট প্লাস/বুস্টার ডোজ)
ধরনঃ লাইভ ভ্যাকসিন
প্রয়োগঃ চোখে ফোঁটায়/খাবার পানিতে মিশিয়ে
★বয়সঃ ২২-২৩ দিন
ভ্যাক্সিনঃ রাণীক্ষেত (বুস্টার ডোজ)
ধরনঃ লাইভ ভ্যাকসিন
প্রয়োগঃ চোখে ফোঁটায়/খাবার পানিতে মিশিয়ে
সকল খামারি ভাইদের সুস্বাস্থ্য কামনায়ঃ
ডাঃ শ্রাবণ হাসান সজল
টেকনিক্যাল সার্ভিস অফিসার,লাকী ফিড লিমিটেড,গাজীপুর।
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।