লেয়ার মুরগির জন্য – টিকা/কৃমিনাশক প্রদান কর্মসূচি
বয়স | রোগের নাম | ভ্যাকসিনের নাম | টিকা প্রদানের পদ্ধতি |
---|---|---|---|
১ দিন | মারেক্স রোগ | মারেক্স ভ্যাকসিন | ০.২ মিলি চামড়ার নীচে ইজেকশন |
৫ দিন | রানীক্ষেত রোগ | বি, সি, আর, ডি, ভি | এক চোখে ফোঁটা (প্যারেন্ট মুরগির টিকা প্রদান করা থাকলে ৭ থেকে ১০ দিন বয়সে) |
৭ দিন | ইনফেকসাস ব্রংকাইটিস | আই, বি, | এক চোখে ফোঁটা |
১০ দিন | গামবোরো রোগ | গামবোরো ভ্যাকসিন | এক চোখে ফোঁটা |
১৪ দিন | এভিয়ান ইনফ্লুয়েঞ্জা | এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (H5N1-Re-6) ভ্যাকসিন | ০.৫ মিলি চামড়ার নীচে ইজেকশন |
১৮ দিন | গামবোরো রোগ | গামবোরো ভ্যাকসিন | এক চোখে ফোঁটা |
২১ দিন | রানীক্ষেত রোগ | বি, সি, আর, ডি, ভি | এক চোখে ফোঁটা |
২৮ দিন | এভিয়ান ইনফ্লুয়েঞ্জা | এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (H5N1-Re-6) ভ্যাকসিন | ০.২৫ মিলি চামড়ার নীচে ইজেকশন |
৩০ দিন | ইনফেকসাস ব্রংকাইটিস | আই, বি, | এক চোখে ফোঁটা |
৩৫ দিন | মুরগি বসন্ত | ফাউল পক্স ভ্যাকসিন | চামড়ার নীচে সুঁই ফুঁটিয়ে |
৪৫ দিন | কৃমি | কৃমির ঔষধ | খাদ্য অথবা পানির সাথে |
৫৬ দিন | রানীক্ষেত রোগ | আর, ডি, ভি | ১ মিলি চামড়ার নীচে বা মাংসে ইনজেকশন |
৭০ দিন | ইনফেকসাস ব্রংকাইটিস | আই, বি | এক চোখে ফোঁটা বা পানির সাথে |
৮৫ দিন | কলেরা | ফাউল কলেরা ভ্যাকসিন | ১ মিলি চামড়ার নীচে |
৯৫ দিন | ইনফেকসাস করাইজা | আই, করাইজা ভ্যাকসিন | চামড়ার নীচে বা মাংসে ইনজেকশন |
১১০ দিন | কলেরা | ফাউল কলেরা ভ্যাকসিন | ১ মিলি চামড়ার নীচে |
১২০ দিন | এভিয়ান ইনফ্লুয়েঞ্জা | এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (H5N1-Re-6) ভ্যাকসিন | ০.৫ মিলি চামড়ার নীচে ইজেকশন |
১৩০ দিন | ইনফেকসাস ব্রংকাইটিস, রানীক্ষেত, এগড্রপসিনড্রম | সমন্বিত টিকা | চামড়ার নীচে বা মাংসে ইনজেকশন |
১৩৫ দিন | কৃমি | কৃমির ঔষধ | খাদ্য অথবা পানির সাথে |
ব্রয়লার মুরগির জন্য – টিকা/কৃমিনাশক প্রদান কর্মসূচি
সংক্রামক রোগ প্রতিরোধের জন্য ব্রয়লার মুরগিকে টিকা প্রধান করতে হবে। এই টিকা প্রদান কর্মসূচিটি বাংলাদেশের প্রেক্ষিতে পরীক্ষিত এবং নির্ভরযোগ্য ।
বয়স (দিন) | রোগের নাম | ভ্যাকসিনের নাম | প্রয়োগের পথ | ডোজ পরিমাণ |
---|---|---|---|---|
৩-৪ | রাণীক্ষেত | বি.সি.আর.ডি.ভি | মুখ/চোখ | ১ ফোঁটা |
৮ | গামবোরো | 228E | মুখ/চোখ | ১ ফোঁটা |
১৪ | গামবোরো | 228E | মুখ/চোখ | ১ ফোঁটা |
২১ | রাণীক্ষেত | বি.সি.আর.ডি.ভি | মুখ/চোখ | ১ ফোঁটা |
সোনালি মুরগির জন্য – টিকা/কৃমিনাশক প্রদান কর্মসূচি
(১) সোনালি কক পালনের ক্ষেত্রেঃ
বয়স | টিকা |
---|---|
৫ দিন | পরাণীক্ষেত (ক্লোন) |
১৪ দিন | গামবোরো ইন্টারমেডিয়েট |
২০ বা ২২ দিন | গামবোরো ইন্টারমেডিয়েট+ |
২৮ দিন | (রাণীক্ষেত+ব্রঙ্কাইটিস) |
৪০ বা ৪২ দিন | রাণীক্ষেত (ক্লোন) |
মুরগির পরিমাণের অবশ্যই ১০% অধিক ভ্যাক্সিনের ডোজ ব্যবহার করা ভাল। ৩৫ দিন বয়সে অবশ্যই কৃমিনাশক ব্যবহার করতে হবে এবং এরপর অবশ্য ভিটামিন-বি, গ্রোথ প্রমোটার এবং ভিটামিন-সি ব্যবহার করা যেতে পারে।
(২) সোনালি লেয়ার পালনের ক্ষেত্রেঃ
বানিজ্যিক লেয়ার পালনের টিকা প্রদান কর্মসূচি অনুসরণ করতে হবে।
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।