একটিমাত্র মাছ, নাম কালো ডাটিনা (Acanthopegrus), ২৮কেজি ওজন।
আজ চট্টগ্রামে নিলামে এটির দাম উঠেছে ২লক্ষ ৯৪ হাজার টাকা!
কেজি প্রতি দাম ১০হাজার ৫শত টাকা! নিলাম শুরুই হয়েছে ২লক্ষ ২৪হাজার টাকা থেকে ( কেজিপ্রতি ৮হাজার টাকা)
Male fish হওয়ায় এই দাম ২লক্ষ ৯৪,অপরপক্ষে female fish হলে দাম হত ৯৮ হাজার টাকা যা দাড়ায় কেজিপ্রতি ৩হাজার ৫শ টাকা ( দেশের বাহিরে এই জাতের Male fish এর demand অনেক বেশি)
আবার গোল্ডেন/সোনালী ডাটিনা হলে এই মাছটির দামই হত ২৮লাখ টাকা (কেজিপ্রতি ১লাখ টাকা!!)
গরুর দাম যেমন ৩লাখ হয়,আবার ৩০লাখও হয়; তেমনি এইসব বিশাল সাইজের প্রচন্ড দুষ্কর মাছগুলোর দামও লক্ষাধিক টাকায় গিয়ে পৌছে যা কেনার জন্য বিদেশী ক্লায়েন্টরা মুখিয়ে রয়েছে।
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।