গরু শুধুই দানাদার বা শুকনো খাবার খেতে পছন্দ করে। পানির সাথে মিশিয়ে নয়।
গরু শুধুই ফ্রেশ পানি পান করতে পছন্দ করে। খাবারের সাথে মেশানো পানি নয়।
এটাই বিজ্ঞানসম্মত। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ।
বিশ্বের উন্নত সকল দেশে গরু পালনে বিজ্ঞানসম্মত এই প্র্যাক্টিসই হয়। আমরা বাঙালিরা যে বিজ্ঞানের থেকে সবসময়ই বেশি বুঝি। অনেক খামারি, কৃষক বা খামারের স্বল্পশিক্ষিত কাজের লোক আপনাকে বলবে যে, এটা কখনোই সম্ভব না। তারা বিশ্বাস করে খাদ্য পানি মিশিয়ে খাওয়ালে, ভাত খাওয়ালে গরুর হজম ভালো হয়, স্বাস্থ্য ভালো থাকে৷ এই ভ্রান্ত ধারণা থেকেই তারাও বিভ্রান্ত হয়।
তবে ছোটবেলা থেকে ভাত, খাবার পানির সাথে মিশিয়ে খাওয়ানোর বদ অভ্যাস করবেন। তারপর হুট করে খালি শুকনো খাবার বা ফ্রেশ পানি দিলে প্রথমে তো খেতে চাইবেই না৷
এলাকার ম্যাক্সিম্যাম কেস হলো, গরুর পাতলা পায়খানা। প্রতিদিন ভাত খাওয়ালে, খাবার পানি মিশিয়ে খাওয়ালে পায়খানা কেমনে শুকনো হবে ভাই?
সবিনয়ে অনুরোধ। আপনার উপকারের জন্যই এ অনুরোধ। গরুকে ভাত খাওয়ানো বন্ধ করুন। শুকনো বা দানাদার খাবার পানির সাথে মিশিয়ে খাওয়াবেন না। গরুকে ইচ্ছেমতো ফ্রেশ পানি পান করার ব্যবস্থা রাখুন৷
ধন্যবাদ।
@sakib
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।