লিখেছেনঃ ডাঃ মাসুদুল ইসলাম শিবলী,সিনিয়র কাস্টমার সার্ভিস অফিসার,নারিশ পোল্ট্রী এন্ড হ্যাচারী লিঃ
লেয়ারের_নির্দিষ্ট_অালোকসূচীঃ
লেয়ার মুরগীতে ডিম উৎপাদনে লাইটিং অনেক গুরুত্বপূর্ন একটা বিষয়। সাধারনত প্রোডাকশন পিরিয়ডে ১৫-১৬ ঘন্টা লাইট দিতে হয়। সর্বোচ্চ ডিম উৎপাদনের জন্য নিরবিচ্ছিন্নভাবে ১৫-১৬ ঘন্টা অালোর পাশাপাশি আলো প্রদানের সময়ও নির্দিষ্ট বা স্থির করা উচিত। উদাহরন স্বরূপঃ আজ ১০ টা পর্যন্ত অালো দিলেন, কাল সাড়ে ১০ টা পর্যন্ত, পরেরদিন আবার ১০ টা পর্যন্ত দিলেন এমন বিক্ষিপ্ত আলোকসূচীতে সর্বোচ্চ প্রোডাকশন বাধাপ্রাপ্ত হয়। তাই আলো দেবার সময় স্থির করে আলোক প্রদান করতে হবে।
আবার, আমাদের দেশে প্রতি ১-২ দিন পর পর ১ মিনিট করে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় পরিবর্তিত হয়। ফলে দেখা যায় প্রায় ১ মাসে ২০-৩০ মিনিট করে সূর্যোদয়ের সময় পরিবর্তিত হয়। এরকম অবস্থায় অালো প্রদানের জন্য সূর্যোদয়ের উপর নির্ভর না করে সকালে একটি সময় নির্দিষ্ট করে আলো প্রদান করতে হবে। যেমন ধরেন ভোর ৫:০০ টায় আলো প্রদান শুরু করবেন। এখন সূর্যোদয় যখনই হোক আপনি ভোর ৫:০০ টা থেকে অালো দেয়া শুরু করবেন এবং সূর্য অস্ত যাবার সাথে সাথে আলো প্রদান করে ১৬ ঘন্টা পূর্ন করতে হবে।
এতে করে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে আলোকসূচী মেনে চলতে পারবেন।
#নির্দিষ্ট_আলোকসূচীর_সুবিধাঃ
১. এতে আপনার মুরগীর ওভুলেশন প্রতিদিন মোটামুটি একই সময়ে হবে।
২. মুরগীগুলো প্রতিদিন মোটামুটি একই সময়ে ডিম দিবে।
৩. ব্যবস্থাপনাগত সুবিধা বাড়বে।
৪. সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত হবে।
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।