প্রিয় সোনালি মুরগি খামারি বন্ধুরা, অনেক সময় আপনারা জানতে চান যে সোনালি মুরগি কে কোন বয়সে কত গ্রাম খাদ্য দেব? পানি দেব কত লিটার? তাই আজ তুলে ধরব বয়স অনুযায়ী সোনালি মুরগির খাদ্য ও পানির চার্ট।
সুপার টিপসঃ যে কোনো মুরগি যতটুকু খাদ্য খাবে তার দ্বিগুণ পরিমাণ পানি পান করবে। যেমনঃ মুরগি যদি দিনে ৪০ গ্রাম খাদ্য খায়। তবে সেই মুরগি সেদিন ৮০ মিলি লিটার বা এমএল এর কাছাকাছি পানি খাবে।
সোনালি মুরগি পালনে খাদ্য ও পানির চার্টঃ
বয়স | দৈনিক খাদ্য (প্রতি মুরগির জন্য) | পানি (প্রতি মুরগির জন্য) |
১ম সপ্তাহ | ১৫ গ্রাম | ৩০ মিলি |
২য় সপ্তাহ | ২২ গ্রাম | ৪৪ মিলি |
৩য় সপ্তাহ | ৩২ গ্রাম | ৬৪ মিলি |
৪র্থ সপ্তাহ | ৩৬ গ্রাম | ৭২ মিলি |
৫ম সপ্তাহ | ৪০ গ্রাম | ৮০ মিলি |
৬ষ্ঠ সপ্তাহ | ৪৪ গ্রাম | ৮৮ মিলি |
৭ম সপ্তাহ | ৪৮ গ্রাম | ৯৬ মিলি |
৮ম সপ্তাহ | ৫২ গ্রাম | ১০৪ মিলি |
৯ম সপ্তাহ | ৫৬ গ্রাম | ১১২ মিলি |
- শীতকালে লেয়ার মুরগির খাদ্য প্রদানের আদর্শ নিয়ম
- এই শীতে খামারিদের চরম বন্ধু সিরামিক এবং ইনফ্রারেড হিট বাল্ব
- পুলেট ম্যানেজমেন্টে খামারিদের উদাসীনতাই তাদের লসের অন্যতম কারন – ডাঃ শুভ দত্ত
- ব্রয়লার মুরগিকে খাদ্য প্রদান ও ফিড পরিবর্তনের নিয়মঃ
- সামনে আসছে শীতের সিজনঃমুরগির বার্ড ফ্লু প্রতিরোধে করণীয় কিছু পরামর্শ
- ডিম উৎপাদনের জন্য সোনালি মুরগি পালন
তবে হিসাবের সুবিধার্থে এবং মুখে মুখে হিসাব করার জন্য আমরা ৩য় সপ্তাহ থেকে সোনালি মুরগি এর ক্ষেত্রে আমরা একটা সূত্র মাথায় রাখতে পারি।
সূত্র টা হচ্ছে এরকমঃ যত সপ্তাহ বয়স তত কে ৪ দিয়ে গুণ করে এর সাথে ২০ যোগ দিলে যা আসবে সেটাই মুরগির জন্য ঐ সপ্তাহে বরাদ্ধকৃত খাদ্যের পরিমাণ।
তাহলে সূত্র টা দাড়ায়ঃ (বয়স(সপ্তাহ)*৪)+২০ = মুরগির জন্য ঐ সপ্তাহে বরাদ্ধকৃত খাদ্যের পরিমাণ।
যেমনঃ সোনালি মুরগি মুরগির বয়স যদি ৪ সপ্তাহ হয়, তবে তার সেই সময়ে প্রতিদিন খাদ্যের প্রয়োজন হবেঃ
(৪*৪)+২০= ৩৬ গ্রাম। যা চার্টের সাথে মিল আছে।
আবার মুরগির বয়স ৮ সপ্তাহ হলে খাদ্যের পরিমাণ হবে= ৮*৪+২০= ৫২ গ্রাম।
তবে মনে রাখতে হবে যে এই হিসাব টা ৩য় সপ্তাহ থেকে করতে হবে।
আর শুরুতেই বলেছি যে পানির পরিমাণ হবে খাদ্যের পরিমানের দ্বিগুণ।
তবে, উল্লেখিত চার্টে যে হিসাব দেয়া হয়েছে সেটা স্ট্যান্ডার্ড হিসাব অনুযায়ী। এই হিসাব যে ১০০% মিলে যাবে এমন নয়। তবে ধরে নিতে পারেন যে এই হিসাবের কাছাকাছিই হবে। কেননা, মুরগির খাদ্য গ্রহন এবং পানি পানের পরিমাণ অনেক গুলো বিষয়ের উপরে নির্ভর করে। যেমন, মুরগির শারীরিক অবস্থা, পরিবেশের তাপমাত্রা, আদ্রতা, খাদ্য ও পানির মান, খামারের পরিবেশ ইত্যাদি।
প্রিয় পাঠক, ফার্মিং বা খামার বিষয়ক বিভিন্ন পরামর্শ এবং গবাদি পশু পাখির রোগ ও প্রাথমিক চিকিৎসা জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুনঃ
<<< সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন >>>
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।