হাঁসের ডাক প্লেগ রোগ (Duck Plaque):
প্লেগ হাঁসের একটি মারাত্মক ভাইরাল রােগ। পৃথিবীর প্রায় সব দেশেই এ
বাগের প্রাদুর্ভাব দেখা যায় এবং আমাদের দেশেও এ রােগ বিদ্যামান।
রোগের কারনঃ
ডাকপ্লেগ ভাইরাস দ্বারা হাস এ রােগে আক্রান্ত হয়ে থাকে।
রােগ ছড়ানাের মাধ্যমঃ
আক্রান্ত হাসের মল পানি, খাদ্যপাত্র, হাঁস, খামারের সরঞ্জামাদি, হাসের ঘর,
বিছানা সব কিছুতেই এ রােগ জীবানু ছড়িয়ে পড়ে এবং দ্রুত পালের অপরাপর
হাঁসকে সংক্রমিত করে রােগ ছড়ায়। এ ছাড়া পানিতে হাঁসের মলত্যাগ করার
ফলে পানির সাহায্যে এ রােগ জীবাণু বাহিত হয়ে এক স্থান হতে অন্য স্থানে
যেতে পারে।
রোগের লক্ষণঃ
- আক্রান্ত হওয়ার ৩ হতে ৫ দিনের মধ্যেই লক্ষণ প্রকাশ পায়। এ রােগের লক্ষণ অত্যন্ত
- তীব্ররূপ ধারণ করে। ডাক প্লেগ রােগের লক্ষণ সমূহ যেমন-
- হঠাৎ করে আক্রান্ত হয়ে অধিক হারে মৃত্যু শুরু হয়।
- অত্যাধিক পানি পিপাসা থাকে।
- খাদ্য গ্রহণে অনীহা, মাথা নিচু করে শুয়ে থাকে।
- চোখ দিয়ে পানি ঝরে।
- হঠাৎ ডিম উৎপাদন বন্ধ হয়ে যায়।
- কখনও কখনও পায়ে অবশতা (paralysis) দেখা যায়
- শ্বাসকষ্ট, নাক মুখ দিয়ে তরল পদার্থ নির্গত হয়।
- আক্রান্ত হবার পর এক সপ্তাহের মধ্যই মৃত্যু।
- মৃত্যুহার শতকরা ৯০-১০০ ভাগ পর্যন্ত হয়।
- মৃত হাসের খাদ্যতন্ত্রের গাত্র, হৃপিন্ড, যকৃত, ডিম্ব থলি এবং দেহাভ্যন্তরে অন্যান্য অংগে জমাট রক্ত কণা দেখা যায়।
রােগ নির্ণয়ঃ
১। রােগের লক্ষণ দেখে রােগ সম্বন্ধে প্রাথমিক ধারণা পাওয়া যায়।
২। মৃত হাসের দেহের অভ্যন্তরে বিভিন্ন অংগ পরীক্ষা করতে হয়।
৩। আক্রান্ত অথবা মৃত হাস গবেষণাগারে পরীক্ষা করে গবেষকগণ অতি সহজেই এ রােগ সনাক্ত করা যায়।
চিকিৎসাঃ এ রােগে আক্রান্ত হাঁসের কোন সুনির্দিস্ট চিকিৎসা নেই।কারন এটা ভাইরাস দিয়ে সৃষ্ট রোগ। তবে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিতসা করানো যেতে পারে।
প্রতিরোধঃ
(ক) পরিস্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যপ্রদ ব্যবস্থ প্রতিরােধে সাহায্য করে। এই রােগের প্রাদুভাব
(খ) নিয়মিতভাবে ডাক প্লেগ ভ্যাকসিন প্রয়ােগ করে এ রােগ প্রতিরােধ করা যায়।
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।
ডাক প্লে রোগে হাস মারা যাচ্ছে।
০১৭১৭৭২৭২১১
প্রতিকার চাই
Nice