প্রিয় পাঠক আজ আপনাদের ১০০০ কোয়েল পালনে খরচ কত টাকা হবে সেই হিসাবের একটা ধারণা দিতে চলেছি।
১০০০ কোয়েল পালনে খরচ
বিষয় | ধরণ | দর | টাকা | |
১) পাখি | মহিলা পাখি (৩০ দিন বয়সী) | গড়ে ৩৫ টাকা প্রতি পিস | ১০০০x৩৫ | ৩৫,০০০/= |
2)খাদ্য (ডিম পাড়ার আগ পর্যন্ত) | দৈনিক ২৫ গ্রাম করে ৩০ দিন। ১০০০ পাখির জন্য ১৫ বস্তা (৫০ কেজির বস্তা) | প্রতি বস্তা ২০৫০ টাকা (ব্রয়লার গ্রোয়ার) | ১৫x২০৫০ | ৩০,৭০০/= |
3)খাঁচা | লোহার তৈরি (১০০০ পাখির জন্য) | দাম খাচার ওজন ও উপাদানের ভিত্তিতে কম বেশি হতে পারে। | —— | ২৫,০০০/= |
4)অন্যান্য | —– | ——- | ——— | ৪,৩০০/= |
মোট= | ৯৫,০০০/= |
- এই শীতে খামারিদের চরম বন্ধু সিরামিক এবং ইনফ্রারেড হিট বাল্ব
- বানিজ্যিকভাবে কোয়েল পাখি পালন – পর্ব ০৩
- বানিজ্যিকভাবে কোয়েল পাখি পালন – পর্ব ০২
- বানিজ্যিকভাবে কোয়েল পাখি পালন – পর্ব ০১
- এই গরমে খামারে নিজেই তৈরি করুন ইলেকট্রোলাইট
- কোয়েল পালনের সমস্ত তথ্য একসাথে
কোয়েল পালন সম্পর্কে আরো পরামর্শ পেতে নিচের ইউটিউব চ্যানেলটী সাবস্ক্রাইব করে রাখুনঃ
<<<সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন>>>
আমি ডাঃ শ্রাবণ হাসান সজল
একজন ভেটেরিনারিয়ান,তাই ডিজিটাল বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে দেশের শিক্ষিত সমাজকে লাইভস্টক সেক্টরে কাজ করতে উৎসাহিত করার প্রচেষ্টা করছি।সেই লক্ষ্যে ফেসবুক,ইউটিউব এবং ব্লগ সাইটের মাধ্যমে ফার্মারদের নানাবিধ পরামর্শ প্রদান করতে চেষ্টা করি।ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেল ১ লক্ষাধিক সাবস্ক্রাইব অর্জন করায় ইউটিউব থেকে চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।